বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে ধামরাইয়ের জয়পুরা এলাকায় সজাগ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) পরিত্যক্ত ভবনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হান্নান ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের জয়পুরা গ্রামের সোনা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, জয়পুরা এলাকায় একটি ভবনের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, নিহত হান্নানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছে।
বিষয়টি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
আরএ