বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলার কয়রা উপজেলার উত্তর মদিনাবাদ এলাকার হেতালবুনিয়া গ্রামের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্বামী পরিত্যক্তা জোহরা একজন মাছ বিক্রেতা বলে জানিয়েছে এলাকাবাসী।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হোসেন বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ উপজেলার উত্তর মদিনাবাদ এলাকার হেতালবুনিয়া গ্রামের বিল থেকে জোহরা খাতুনের মরদেহ উদ্ধার করে।
জোহরা খাতুন গত চার দিন ধরে নিখোঁজ থাকলেও এই বিষয়ে কেউ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেননি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এমআরএম/ওএইচ/