মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পখিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবু কাশেম (৩০) ও নাইম (৩২)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ভোরে দুই বন্ধু কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে আসছিলেন। পথে উপজেলার বসাকবাজারের অদূরে পখিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এনটি