ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল জানান, শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর সমাধিতে তারা শ্রদ্ধা জানাবেন।
দলীয় নেতাকর্মী সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানান সদ্য নির্বাচিত এ নেতা।
গত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে ছাত্রদলের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামল।
এদিকে বেলা সাড়ে ১১টায় খালেদা জিয়ার মুক্তি দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে জাতীয়তাবাদী ওলামা দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ।
বাংলাদেশ সময়: ০৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এমএইচ/জেআইএম