শুক্রবার (২০ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকায় পানিতে নেমে তিনি নিখোঁজ হন।
হাফিজুর কামরাঙ্গীরচর উপজেলার হারুনু রশিদের ছেলে ও স্থানীয় মারকাজুল কোরআন আসরাবাদ মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকায় ১৪৪ জন মাদ্রাসা ছাত্র বেড়াতে আসেন। বিকেল পানিতে নামলে হাফিজুর রহমান স্রোতে তলিয়ে যান।
কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, মাদ্রাসার কর্তৃপক্ষ ছাত্র নিখোঁজের বিষয়টি সন্ধ্যায় জানিয়েছে। রাত সোয়া ১০টা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলেনি।
বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এনইউ/জেআইএম