শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে শহরের যুব উন্নয়ন অধিদপ্তর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-মো. আমান উল্লাহ (২২), মো. রেজাউল (৩৫), মো. রায়হান (২৩) ও লুম্বীনি চাকমা (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিনগত রাত আনুমানিক ৯টার দিকে শহরের যুব উন্নয়ন এলাকায় একটি অটোরিকশা সড়কে উল্টে গেলে অটোরিকশার ভেতর থাকা পাঁচ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক নামে ওই ব্যক্তি মারা যান।
রাঙামাটি সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. শুভ্রসোম চাকমা জানান, হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরে ওমর ফারুক নামে এক ব্যক্তি মারা গেছে। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
আরএ