শুক্রবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাতে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দু’টি দল এ অভিযান পরিচালনা করে।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরের ১৯ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোডের খান ভিলার নিচ তলায় ফেইথ শিক্ষা পরিবারের কার্যালয়ে অভিযান চালানো হয়।
আটকরা হলেন- ফেইথ শিক্ষা পরিবার নামক কোচিং সেন্টারের পরিচালক ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সদরের টিএনও অফিস সড়কের বাসিন্দা মৃত তৈয়বুর রহমানের ছেলে মো. শামীম আহাম্মেদ (৪০), বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বিরপাশা এলাকার মো. কাঞ্চন আলী তালুকদারের ছেলে মো. বাবুল তালুকদার (৪২) ও বরিশাল নগরের রূপাতলী রেডিও সেন্টার সংলগ্ন মৃত হায়দার আলী খানের ছেলে মো. মতিয়ার রহমান (৩২)।
এদিকে, ডিবির এসআই মো. মহিউদ্দিনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল নগরের ২৫ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম সড়কের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ১৫০ পিস ইয়াবাসহ শিউলি বেগম (২৫) নামে এক নারীকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক শিউলির স্বামী মো. সোহেল ফরাজী (৩০) পালিয়ে যান।
দু'টি ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই দেলোয়ার।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এমএস/আরআইএস/