শনিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
ডিটিসিএ’র তথ্য মতে, বর্তমানে রাজধানীতে সাত লাখ মোটরসাইকেল, দুই লাখ ৮৭ হাজার প্রাইভেট কার এবং ৪৫ হাজার জিপ গাড়ি চলাচল করছে।
ডিটিসিএ’র নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান বলেন, এখন ঢাকা শহরে ব্যক্তিগত গাড়িতে করে ১০ শতাংশের নিচে ট্রিপ সংগঠিত হচ্ছে। ব্যক্তিগত গাড়ি বাড়লে যানজটও আরো বাড়বে। বর্তমানে যানজটের কারণে প্রতিদিন লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, জ্বালানির অপচয় হচ্ছে, দূষণ বাড়ছে। ইতোমধ্যে মেট্রোরেল, বাস র্যাপিড ট্রানজিট, সড়ক অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ফুটপাত নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। এগুলো সম্পন্ন হলে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করার জন্য পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ডিটিসিএ’র অতিরিক্ত নির্বাহী পরিচালক এএসএম ইলিয়াস, ইঞ্জিনিয়ার নাসিম উদ্দিন, গণমাধ্যম ব্যক্তিত্ব নিখিল চন্দ্র ভদ্র প্রমুখ।
সংবাদ সম্মেলনে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে নানা কর্মসূচির কথা জানানো হয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- ২২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলবে নানা অনুষ্ঠান। এদিন সকাল ১০টায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে ঢাকার দুই মেয়র ছাড়াও সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
ইএআর/এসএ