ঢাকা: চলতি বছরের ৩১ মে প্রতিষ্ঠার ১৫ বছরে পা দিয়েছে সমকাল। এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) পত্রিকাটির কার্যালয়ে এক আনন্দ সম্মিলনের আয়োজন করা হয়েছে।
রাজধানীর ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকায় সমকাল কার্যালয়ে ওইদিন সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত চলবে এ সম্মিলন। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সমকালের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এমএ/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।