ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ফাতেমা বেগম (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সন্ধ্যায় হাসপাতালের সহকারী পরিচালক ডা. শামসুজ্জামান স্থানীয় গণমাধ্যমকর্মীদের এতথ্য নিশ্চিত করেন।

 

ফাতেমা জামালপুরের ইসলামপুর উপজেলার আফসর আলীর স্ত্রী।

শামসুজ্জামান জানান, গত ১৩ সেপ্টেম্বর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মমেক হাসপাতালের মেডিসিন ইউনিট ৬-এ ভর্তি হন ফাতেমা। অবস্থার অবনতি হলে গত ১৯ সেপ্টেম্বর তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, হার্টের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন ফাতেমা। মূলত রক্তের অনুচক্রিকা কমে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।