শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তর নেত্রকোনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ আলম।
বাংলানিউজকে তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মিলন মেডিক্যাল হলকে ৩ হাজার, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে হোটেল সাদিয়াকে ১০ হাজার এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে মা ট্রেডার্সকে ১০ হাজার, অন্তর স্টোরকে ৬ হাজার ও তপন স্টোরকে ৩ হাজারসহ মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকালে উপস্থিত ছিলেন- জেলার স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক, জেলা বাজার কর্মকর্তা আজমল হোসাইন, মোহনগঞ্জ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর শম্ভুনাথ সরকার, খালিয়াজুরী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফজলুল হক খান ও জেলার পুলিশ সদস্যরা।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এসআরএস