ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, মা-মেয়ে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, মা-মেয়ে আহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ফাতেমা আক্তার (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সঙ্গে থাকা তার মা ও এক বোন।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কোষাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফাতেমা উপজেলার চণ্ডীপাশা গ্রামের কামাল উদ্দিনের মেয়ে।

আহত মা ও মেয়ের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, বিকেলে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে মা ও বোনের সঙ্গে নানার বাড়ি কোষাকান্দা এলাকায় বেড়াতে যাচ্ছিল ফাতেমা। সন্ধ্যায় তারা অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। আহত মা ও মেয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।