শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার শ্রীফলতলা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ ও রামপাল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের চাকরি দেওয়ার কথা বলে অর্থ গ্রহণ ও ধর্ষণের অভিযোগে ফকিরহাট থানা ও বাগেরহাট আদালতে সম্প্রতি হামীম নূরীর বিরুদ্ধে মামলা করেছেন এক নারী।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিন হাওলাদার বাংলানিউজকে বলেন, ধর্ষণ ও অর্থ বাণিজ্যের অভিযোগে এক নারীর করা পৃথক দুই মামলায় শনিবার রাতে রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামীম নূরীকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার (২২ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।
হামীম নূরী ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।
বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এসএসএস/এইচজে