শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে আয়োজিত এক সংহতি সমাবেশে এ ঘোষণা দেয় বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন (রেজি. নম্বর খুলনা ২৩২৪) ও ব্যাটারিচালিত রিক্সা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটি।
রিক্সা ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক সুশান্ত সুকুল।
বক্তারা বলেন, এক মাস ধরে বরিশাল সিটি কর্পোরেশন ও প্রশাসনের চালানো ব্যাটারিচালিত রিক্সা উচ্ছেদ অভিযানে এখন পর্যন্ত পাঁচশ’র মতো রিক্সার প্রায় ২ কোটি টাকা অর্থমূল্যের মোটর ও ব্যাটারি বাজেয়াপ্ত করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত রিক্সাশ্রমিকদের সংসার চলছে না। পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করতে পারছেন না তারা।
সমাবেশ থেকে আগামী ৭ দিনের মধ্যে এ অভিযান বন্ধ করে পুনরায় ব্যাটারিচালিত রিক্সা চলাচলের অনুমতি দেওয়ার দাবি তোলা হয়। অন্যথায় অনশন ধর্মঘট পালন করা হবে বলে ঘোষণা দেন শ্রমিক নেতারা।
এতে বক্তব্য রাখেন- বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবদুর রাজ্জাক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মিজানুর রহমান সেলিম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এ কে আজাদ, গণফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক জলিলুর রহমান, বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি অধ্যাপক বীরেন রায়, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যালবার্ট রিপন বল্লভ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভংকর চক্রবর্তী, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের জেলার সভাপতি শেখ আবুল হাশেম, বাংলাদেশ হোটেল সুইটমিট রেস্তোরা শ্রমিক ইউনিয়নের জেলা সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা শাখার সাধারণ সম্পাদক রাহুল দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার অর্থ সম্পাদক নাসরিন আক্তার টুম্পা, রিক্সা ইউনিয়নের নেতা বাবুল তালুকদার, শহীদুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এমএস/এইচজে