রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে এ দুটি ক্লাবসহ মোট চারটি ক্লাবে অভিযানে যায় পুলিশ।
মতিঝিল বিভাগের এডিসি শিবলী নোমান জানান, আরামবাগ ও দিলকুশা ক্লাবে ক্যাসিনোর সন্ধান পাওয়া গেছে।
এদিকে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন জানান, অভিযানে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে ক্যাসিনো খেলার সরঞ্জাম, নগদ টাকা ও মদের বোতল উদ্ধার করা হয়েছে। এছাড়া মোহামেডান ক্লাবেও অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
পিএম/জেডএস