রোববার (২২ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের দক্ষিণ ধানুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাহরাতলী গ্রামের নব্বেশ আলীর ছেলে।
দুর্ঘটনায় গুরুতর আহত হান্নান উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোয়ালভাওর গ্রামের বাসিন্দা।
নিহত রেজাউলের সহকর্মী ঝুটন মজুমদার বলেন, তিনি চাঁদপুরে প্রয়োজনীয় কাজ শেষে ফরিদগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় কবলিত অটোরিকশা ও পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। অটোরিকশা চালক ঘটনার পরে পালিয়ে গেছে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পিকআপ ভ্যানটি পার্কিং অবস্থায় ছিলো। সিএনজিচালিত অটোরিকশাটি চাঁদপুর ফরিদগঞ্জ যাওয়ার পথে ভ্যানটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা যাত্রী রেজাউল ও হান্নান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন। আহত হান্নান চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এসএইচ