তবে এর আগেও অর্চনা গোপের বিরুদ্ধে এ ধরনের আরও অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানালেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের বয়স্ক ভাতাভোগী জলসুখা ইউনিয়নের পাঠুলীপাড়া গ্রামের মাধব গোপ ২০১৯ সালের জুন মাসে মারা যান।
জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়রম্যান ফয়েজ আহমেদ খেলু বাংলানিউজকে বলেন, বিষয়টি আমি শুনেছি। এর আগেও ওই নারী সদস্যের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রমাণিত হয়েছে।
অভিযুক্ত অর্চনা রাণী গোপ বাংলানিউজকে বলেন, মাধব গোপ মারা যাওয়ার পর টাকা উত্তোলন করে তার ছেলে প্রেমতোষ গোপকে দেওয়া হয়েছে।
তবে বাড়িতে খোঁজ নিয়ে জানা যায়, প্রেমতোষ গোপ দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন।
বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এসএইচ