রোববার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন এ রায় দেন।
মুর্শেদ সুমন শহরের নিমতলা মোড়ের ডিজিটাল গ্রাফিক্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও পৌর এলাকার আজাইপুর গ্রামের মৃত ওমর ফারুকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুর্শেদ সুমনের ব্যবসা প্রতিষ্ঠানে নকল পরিচয়পত্র তৈরি করা হয়- এরকম সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখানে অভিযান চালিয়ে জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, এনএসআইসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নকল পরিচয়পত্র পাওয়া যায়। অভিযান শেষে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে তাকে দুই মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা দেওয়া হয়। পরে রাতেই মুর্শেদ সুমনকে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এসএইচ