রোববার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার মুন্সিবাগ এলাকা থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নুরুন্নেসা বেগম লক্ষ্মীপুর জেলার জহিরপুর গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের স্ত্রী।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বৃদ্ধা নুরুন্নেসা যে আধাপাকা ঘরটিতে থাকতেন সে ঘরের চার পাশে হাঁটুপানি। এ পানি দিয়ে হেঁটে ঘরে যেতে হয়। ধারণা করা হচ্ছে রোগাক্রান্ত হয়ে ঘরের ভেতরেই ৪ থেকে ৫ দিন আগে বৃদ্ধার স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে বৃদ্ধার সন্তানরাও কেও তার খোঁজ-খবর নেয়নি। দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা থানায় সংবাদ দিলে মরদেহ উদ্ধার করা হয়। তারপরও ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এসএইচ