রোববার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ওই এলাকার নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, সোয়েব আহমেদ সেজান, আরিফ সরদার, ইকবাল, মো. শামীম, সাদেক সরদার, এনাম মাহমুদ রাকিব, জিয়াউদ্দিন তিতাস, বিপ্লব ও সুমন খান।
তথ্য নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বশির আহমেদ বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরেই নুরিয়া স্কুলের শ্রেণিকক্ষ দখল করে জুয়ার আসর বসিয়ে আসছিলো স্থানীয় একদল যুবক। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে রোববার রাতে সেখানে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, তারা মাদকের পাশাপাশি জুয়ার বিরুদ্ধেও কঠোর অবস্থানে রয়েছেন। অভিযানে আটকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ০৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এমএস/এসএইচ