রোববার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. মিরাজুল ইসলাম জানান, আমবাগ এলাকায় জসিম মিয়ার আধাপাকা বাড়িতে বজ্রপাত থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে ওই বাড়ির পাঁচটি ঘর পুড়ে গেছে। এতে হতাহতের কোনো না ঘটলেও আগুনে ওই বাড়ি ও আসবাবপত্র পুড়ে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
আরএস/আরএ