সোমবার (২৩ সেপ্টেম্বর) হাতিরঝিল থানার (ওসি) আবদুর রশিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের কাছে তথ্য ছিল ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ গোলাম রসুলের ছেলে পলক ইয়াবাবিক্রির সঙ্গে জড়িত।
‘এ অভিযোগের ভিত্তিতে রোববার (২২ সেপ্টেম্বর) রাতে রামপুরার টিভি সেন্টারের বিপরীত পাশের মক্কি মসজিদ গলি থেকে তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, কাইল্লা পলাশ নামে এক সন্ত্রাসীর সহযোগী হিসেবে কাজ করতেন পলক। কাইল্লা পলাশ কারাগারে থাকায় তিনি নিজেই একটি সন্ত্রাসী গ্রুপ তৈরির চেষ্টা করছিল। ইয়াবাবিক্রির বিষয়ে তাকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছি। তার সহযোগী কারা কারা রয়েছে, সেটিও জানার চেষ্টা করা হচ্ছে।
এছাড়া তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এজেডএস/এসএ