সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে ‘সার্ভে অন অকুপাইড রেসিডেন্সিয়াল হাউজ অ্যান্ড রিয়াল ইস্টেট সার্ভিসেস-২০১৮’ এর প্রকশনা ও মোড়ক উন্মোচন করা হয়। এ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন- পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী এবং বিবিএস মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েন প্রমুখ।
বিবিএসের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশে প্রায় ৩৭ দশমিক ৮৪ মিলিয়ন আবাসিক বাড়ি ছিল। এরমধ্যে বহুতল ভবনের সংখ্যা ১ দশমিক ৮৫ মিলিয়ন, এক তলা থেকে চার তলা ভবনের সংখ্যা ৩ দশমিক ৭৯ মিলিয়ন। এছাড়া আধাপাকা ভবনের সংখ্যা ১১ দশমিক ৮৬ মিলিয়ন। দেশে এখনোও ০ দশমিক ২৫ মিলিয়ন ঝুপড়ি ঘর রয়েছে।
জরিপে দেখা গেছে, এ সব আবাসিক বাড়ি, ঘর থেকে ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ অর্থবছরে ভাড়া হিসেবে যথাক্রমে ৮ লাখ ১২ হাজার ৮৬৪ মিলিয়ন এবং ৮ লাখ ৯৩ হাজার ৭৪০ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে।
২০১৬-১৭ অর্থবছরে এসব আবাসিক বাড়ি-ঘর রক্ষণাবেক্ষণ ও অন্য কাজে নিয়োজিত ছিল ৫ লাখ ৩৯ হাজার ৪১৫ জন। এ খাতে মূলধনের পরিমাণ ৭ লাখ ৫৬ হাজার ৩৪১ মিলিয়ন মার্কিন ডলার। এ অর্থবছরে প্রবৃদ্ধির হার চলতি মূল্যে ৮ দশমিক ২১ শতাংশ।
দেশে অনাবাসিক ঘর-বাড়ির সংখ্যা ৫ দশমিক ৩২ মিলিয়ন। অনাবাসিক ঘর-বাড়ি থেকে ২০১৬-১৭ অর্থবছরে আয় হয়েছে ৫ লাখ ৪৩ হাজার ৭৮৮ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থ বছরে এখাতে প্রবৃদ্ধির হার ১২ দশমিক ২০ শতাংশ।
জরিপে আরও দেখা গেছে, ২০১৬-১৭ সালে রিয়েল স্টেট ইস্টাবলিশমেন্টের সংখ্যা ছিল ৩ হাজার ১৩২টি। এরমধ্যে ৩৪ দশমিক ২৯ শতাংশ রিহ্যাব সদস্য বাকি ৯ দশমিক ৩৯ বিএলডিএ (বাংলাদেশ ল্যান্ড ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন) সদস্য। এসব রিয়াল স্টেটে ১ লাখ ৭২ হাজার ৩৯২ জন লোক নিয়োজিত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এমআইএস/এইচএডি