সোমবার (২৩ সেপ্টেম্ব) দুপুরে সুনামাগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।
রায়ে জেলার তাহিরপুর উপজেলার শিমুলতলা গ্রামের আব্দুর নূরকে মৃত্যুদণ্ড ও শাহনূর মিয়া, ইদ্রিস আলী এবং হাবিবুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
রায়ে বজলুর রহমান ও তানজু মিয়া নামের দুই জনকে খালাস দেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিমুলতলা গ্রামের ভ্যানচালক তরিবউল্লাহ ও প্রতিবেশী আব্দুর নূরের মধ্যে বাড়ির সীমানা নিয়ে পূর্ববিরোধ ছিল। এর জেরে ২০১৬ সালের ২১ এপ্রিল রাতে আব্দুর নূর তার লোকজন নিয়ে তরিবউল্লাহর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তরিবউল্লাহ গুরুতর আহত হন। তাকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে, পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর দিন নিহতের ভাতিজা দেলোয়ার হোসেন বাদী হয়ে তাহিরপুর থানায় আব্দুর নূর, শাহনূর মিয়া, ইদ্রিস আলী, হাবিবুর রহমান, বজলুর রহমান, তানজু মিয়াসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সৈয়দ জিয়াউর রহমান বলেন, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
আসামিপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট হুমাইয়ুন মঞ্জুর চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
আরএ