সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কচুয়া মধ্যপাড়া বিলের মধ্যে শ্যালো মেশিনের টোংঘরে এ ঘটনা ঘটে। শাহ আলম ওই এলাকার বাসিন্দা।
নিহতের পরিবারের অভিযোগ, মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে শাহ আলমের বিরোধ চলে আসছিল। এর পরিপ্রেক্ষিতে সোমবার ভোরে যেকোনো সময় বিলের পানি সেচের টোংঘরে থাকাকালে দুর্বৃত্তরা তাকে খুন করেছেন। পরে দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সদর উপজেলার কচুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোর্তজা বাংলানিউজকে বলেন, শাহ আলমকে খুন করা হয়েছে, এটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে, কারা কীভাবে তাকে হত্যা করেছেন তা তদন্ত শেষে হলে জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
ইউজি/এএটি