সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদরের রাজশাহী নওগাঁ মহাসড়কের ডাক্তারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিউল জেলার নিয়ামতপুর উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওগাঁগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ডাক্তারের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যান চালক রবিউল নিহত হন। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহওয়ার্দী হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এনটি