সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএসসিসির নগর ভবনে আনুষ্ঠানিক বৈঠকে মেয়র খোকনের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন ডেনিস রাষ্ট্রদূত। এ সময় উভয়পক্ষের মধ্যে কোপেনহেগেন এবং ঢাকা শহরের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হয়।
এসময় বাসযোগ্যতা এবং হ্যাপি ইনডেক্সে কোপেনহেগেন শহরের অবস্থান শীর্ষে উল্লেখ করে মেয়র সাঈদ খোকন বলেন, প্রযুক্তি, সংস্কৃতিসহ নানা বিষয়ে নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে নিজ নিজ শহরকে কীভাবে আরও সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলা যায়- এ নিয়েই জলবায়ু সম্মেলনটি হবে।
পরে বৈঠকে আমন্ত্রণের জন্য ডেনিস রাষ্ট্রদূতের প্রতি ধন্যবাদজ্ঞাপন করেন ডিএসসিসি মেয়র।
অন্যদিকে, সম্মেলন থেকে বিভিন্ন শহরের সমস্যা পারস্পরিক শেয়ারিংয়ের মাধ্যমে নগরীগুলো আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন উইনি পিটারসেন।
বিশ্বের ৪০টি বড় শহরের মেয়রেরা এই সি-ফোরটি সম্মেলনে অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এসএইচএস/টিএ