ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মেলান্দহে ভুয়া দন্ত চিকিৎসকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
মেলান্দহে ভুয়া দন্ত চিকিৎসকের কারাদণ্ড

জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলায় শাহজাহান আলী (৪১) নামে ভুয়া এক দন্ত চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জামালপুর র‌্যাব-১৪।

দণ্ডপ্রাপ্ত শাহজাহান একই উপজেলার কাপাসহাটিয়া গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে রোববার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার গাজীপুর বাজার এলাকায় স্বাধীন মেডিক্যাল হল ফার্মেসিতে অভিযান চালিয়ে দন্ত চিকিৎসক শাহজাহানকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। সেসময় বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামীম আল ইয়ামীন তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এমআরএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।