সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের তিন মাইল নামক এলাকার একটি রাবার বাগানের পাহাড়ের খাদ থেকে প্রীতি রানীর মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, ৭দিন আগে প্রীতি রানী ত্রিপুরা শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শ্বাসরোধে প্রীতি রানীকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় একটি হত্যা মামলা করেছেন।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নেমেছে।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এডি/এইচএডি