সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা গ্রামের হযরত আলীর ছেলে মুকুল (২৮) ও পুটখালী গ্রামের নূর হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৫)।
বিজিবি জানায়, গোপন সংবাদে ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে সীমান্তের পুটখালী বালুর মাঠ থেকে ৩৪১ বোতল ফেনসিডিলসহ মুকুলকে ও পুটখালীর উত্তরপাড়া থেকে সাত বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ আনোয়ারকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বাংলানিউজকে বলেন, আটক দুই যুবকের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এসআরএস