ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা হলে কঠোর আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা হলে কঠোর আন্দোলন বিক্ষোভ মিছিলে হকাররা। ছবি: বাংলানিউজ

ঢাকা: পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন হকার্স ইউনিয়নের নেতারা।
 

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ভিক্টোরিয়া পার্কে হকার উচ্ছেদের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তারা এ হুঁশিয়ারি দেন।  

রাজধানীতে হকারদের ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালা প্রণয়ন এবং পুরান ঢাকার উচ্ছেদ করা ১০ হাজার হকারকে পুনর্বহালের দাবিতে আয়োজিত সমাবেশে ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে হাজারো হকার অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হাশিম কাবিল।  

সমাবেশে বক্তব্য রাখেন হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, কেন্দ্রীয় নেত্রী শাহিনা আক্তার, কোতোয়ালি থানা কমিটির সভাপতি আব্দুল কাউয়ুম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান পাটোয়ারী প্রমুখ।

বক্তারা বলেন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশ শেষে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ উপ-কমিশনার কার্যালয় ঘেরাও এর উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে ভিক্টারিয়া পার্ক থেকে সদরঘাট কোর্ট কাচারির সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয়।

পুলিশের বাধার মুখে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে স্মারকলিপি পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত। এ সময় উপস্থিত হকাররা হাত তুলে একাত্বতা প্রকাশ করেন।  

পরে সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ সাত সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিতে যান।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯ 
আরকেআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।