ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে বাস খাদে পড়ে হেলপার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
বরিশালে বাস খাদে পড়ে হেলপার নিহত

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে রেদওয়ান (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় হয়েছেন বাসের অন্তত আটজন যাত্রী।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

রেদওয়ান গোপালগঞ্জের মোকছেদপুর এলাকার বাসিন্দা ও বরিশাল-মাওয়া রুটের বিএমএফ পরিবহনের হেলপার ছিলেন।

বরিশাল মহানগর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, বিকেলে বিএমএফ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কাওড়াকান্দি থেকে নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালের উদ্দেশে যাচ্ছিল। পথে বরিশাল-ঢাকা মহাসড়কে এলে অপর একটি যানবাহনকে অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের নিচে চাপা পড়ে হেলপার রেদওয়ান নিহত হন। এসময় আহত হন বাসের অন্তত আটজন যাত্রী। এদের মধ্যে গুরুতর আহত দু'জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।