সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পার্শ্ববর্তী মালঞ্চ গ্রামের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিপন বাহিরশিমুল গ্রামের সবুর মণ্ডলের ছেলে।
টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন বাংলানিউজকে জানান, গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যান শিপন। এরপর আর তিনি বাড়ি ফিরে আসেননি। পরদিন শুক্রবার তার বাবা সবুর মণ্ডল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোমবার দুপুরে পার্শ্ববর্তী গ্রামের ওই বাগানে শিপনের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এসআরএস