সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার আট্টাকি কুন্ডুপাড়া এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তৎক্ষণাৎ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উত্তম কুমারকে মৃত ঘোষণা করেন।
তিনি উপজেলার আট্টাকি কুন্ডুপাড়া এলাকার মৃত অনীল বসুর ছেলে। ফকিরহাট বাজারে সার-কীটনাশকের ব্যবসা ছিল তার।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার সঞ্জয় কুমার বাংলানিউজকে বলেন, স্থানীয়রা মৃত অবস্থায় উত্তম কুমারকে হাসপাতালে নিয়ে আসেন। তার পিঠের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মো. খায়রুল আনাম বলেন, ব্যবসায়ীর নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তিনি কীভাবে মারা গেছেন তা বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ শুরু করেছে।
বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এইচএ/