সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সায়দাবাদ বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা হেলাল উদ্দিনের ছেলে জাহাঙ্গীর সুরমা সুপার পরিবহন বাসের চালক ছিলেন।
বাসটির সুপারভাইজার মনির হোসেন জানান, সায়দাবাদ বাসস্ট্যান্ডে গাড়ি থামিয়ে পাশে দাঁড়িয়ে ছিলেন জাহাঙ্গীর। তখন ওই বাসেরই হেলপার বাসটি ঘোরাচ্ছিলেন। সেসময় পাশের আরেকটি বাস ও নিজের বাসের মাঝখানে চাপা পড়েন জাহাঙ্গীর। সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল খান বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য জাহাঙ্গীরের মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এজেডএস/পিএম/এইচএ/