সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।
ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গত এপ্রিলে গুলিস্তানে পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় নব্য জেএমবির দুই সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
গত ৩০ এপ্রিল গুলিস্তানে বোমা হামলায় দুইজন ট্রাফিক পুলিশ নজরুল ইসলাম (৩৭) ও লিটন (৪০) ও একজন কমিউনিটি পুলিশ সদস্য মো. আশিক (২৬) আহত হন। পরে এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় একটি মামলা (নং-৫৩) দায়ের করেন। মামলাটি তদন্ত করছিলেন সিটিটিসি সদস্যরা।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
পিএম/এমএ