মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জালাল উদ্দীন আহম্মেদের আদালতে গিয়ে আত্মসমর্পণ করে। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সাদের আত্মসমর্পণের বিষয়টি বাংলানিউজকে জানান জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আমিনুল ইসলাম।
গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে লিসাকে হুমকি দেয় সাদ। এরপর ওইদিন সন্ধা থেকে নিখোঁজ থাকে লিসা। পরে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে লিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন রাতে বাদী হয়ে তিন জনকে আসামি করে আটোয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন লিসার বাবা আব্দুস সামাদ। ঘটনার দিনই দু’জনকে আটক করে পুলিশ। পলাতক ছিল প্রধান আসামি নাকিব সাদ।
** পুকুর থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, আটক ২
** স্কুলছাত্রীকে অপহরণের পর হত্যা, ৩ জনের বিরুদ্ধে মামলা
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এসআরএস