মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজের পরিদর্শক কবিরুল ইসলাম বাংলানিউজকে জানান, টঙ্গীর বিসিক এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানার গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে আগুন পুরোপুরিভাবে নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা বলেও জানান ওয়্যার হাউজের পরিদর্শক কবিরুল।
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
আরএস/আরআইএস/