মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। শহীদুল্লাহ উপজেলার আলীপুর গ্রামের মৃত ফয়েজ আহমেদের ছেলে।
চাঁদপুর রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সরোয়ার আলম বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, ওই বৃদ্ধা সকালে ছাগল নিয়ে রেললাইন পার হওয়ার সময় চাঁদপুর থেকে চট্টগ্রামমুখী একটি ট্রেনে কাটা পড়ে নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের পেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এসআরএস