ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

এনামুলের নারিন্দার বাড়ির ভল্টেও বিপুল অর্থ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এনামুলের নারিন্দার বাড়ির ভল্টেও বিপুল অর্থ

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হকের অবৈধ ক্যাসিনোর টাকা রাখার চতুর্থ ভল্টটি জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর নারিন্দার শরৎ গুপ্ত রোডে তার আরেকটি বাসায় অভিযান চালিয়ে এ ভল্ট জব্দ করা হয়। এ সময় সেখান থেকে প্রায় দুই কোটির বেশি অর্থ ছাড়াও একটি পিস্তল জব্দ করে র‌্যাব।

 

পড়ুন>> ‘অবৈধ অর্থ বাড়ির ভল্টে রাখতেন আ’লীগ নেতা এনামুল-রুপন’

অভিযান পরিচালনাকারী র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল এনামুল অবৈধ ক্যাসিনোর টাকা পাঁচটি ভাড়া করা ভল্টে লুকিয়ে রেখেছিলেন।  

‘এর মধ্যে টাকাসহ তিনটি ভল্ট মুরগিটোলায় তার বাড়ি থেকে জব্দ করি। সেই অভিযান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নারিন্দায় এনামুল হকের বাসায় অভিযান চালাই। সেখান তার কর্মচারী আবুল কালাম ওরফে কালা থাকেন। ’

নারিন্দার বাসায় অভিযান চালিয়ে ভল্ট ও অস্ত্র জব্দ করে র‌্যাব।  ছবি: ডিএইচ বাদল/বাংলানিউজতিনি বলেন, কালার বাসা থেকে আমরা একটি ভল্ট জব্দ করেছি। এই ভল্ট খুলেও আমরা বিপুল পরিমাণে টাকা পেয়েছি। টাকা পরিমাণ প্রায় ২ কোটি।  

‘এনামুলের ওই ভল্ট থেকে একটি রিভলবারও জব্দ করা হয়েছে। আর তার পাঁচ নম্বর ভল্টের সন্ধানও পেয়েছি আমরা। সেটি উদ্ধারেও অভিযান চলছে,’ যোগ করেন তিনি।  

এর আগে মুরগিটোলায় অভিযান চালিয়ে এনামুলের বাসা থেকে চারটি ভল্ট জব্দ করে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এজেডএস/এমএমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।