পরিদর্শনকালে প্রতিমন্ত্রী রাজশাহী শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ পর্যবেক্ষণ করেন ও বাঁধের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বস্ত করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
পরিদর্শনকালে এখনো বাঁধ নির্মাণ হয়নি এমন এলাকায় দ্রুত প্রকল্প গ্রহণের জন্য প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ জানান সংসদ সদস্য ও সিটি মেয়র। তিনি এর গুরুত্ব বিবেচনা করে দ্রুত প্রকল্প গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন।
পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, উত্তর-পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমিরুল হক, নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী আসিফ আহমেদ এসময় উপস্থিত ছিলেন।
এর আগে, গত সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া, মধ্যপাড়া ও দক্ষিণপাড়া নদীভাঙন এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
এসময় তিনি বলেন, মঙ্গলবার থেকেই ভাঙন কবলিত এলাকার একশ’ মিটারের কাজ শুরু হবে। এছাড়া ৪ দশমিক ৩ কিলোমিটার বাঁধ নির্মাণ ও এক কিলোমিটার সিসিব্লকসহ ১২ কিলোমিটার নদী ড্রেজিং করা হবে। এজন্য বাঘা-চারঘাট উপজেলায় পদ্মার বাম তীরের স্থাপনাগুলো নদীভাঙন থেকে রক্ষা প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৬শ’ ৯৯ কোটি টাকা।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এসএস/একে