মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সৈয়ারপুর এলাকার লোকনাথ মন্দিরের পেছনে মনু নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আজিজুর রহমান রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের কাসপ্রেমনগর গ্রামের মৃত এলাইছ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ দিন আগে রাজনগর উপজেলার অংশে মনু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন আজিজুর। আজ দুপুরে লোকনাথ মন্দিরের পেছনে মনু নদীতে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে মৌলভীবাজার মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে৷
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য মৌভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
আরএ