ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে শ্রমিক নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
বরিশালে শ্রমিক নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ব‌রিশাল: বরিশালের এয়ারপোর্ট থানাধীন গড়িয়ার পাড় এলাকায় জেলা ট্যাক্সি, অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক, বেবিট্যাক্সি, ট্যাক্সি-কার ও থ্রি-হুইলার চালক-শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব রাজ্জাকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা ট্যাক্সি, অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক, বেবিট্যাক্সি, ট্যাক্সি-কার ও থ্রি-হুইলার চালক-শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে নথুল্লাবাদ স্ট্যান্ড থেকে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে।

এসময় তারা অনতিবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- আলফা মাহেন্দ্রা ইউনিয়নের সভাপতি কামাল হোসেন লিটন মোল্লা, ১ নম্বর সাধারণ সম্পাদক খলিলুর রহমান, মালিক সমিতির সভাপতি দুলাল তালুকদারসহ অন্যান্য শ্রমিকরা।

এর আগে এয়ারপোর্ট থানাধীন গড়িয়ার পাড় এলাকায় জেলা ট্যাক্সি, অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক, বেবিট্যাক্সি, ট্যাক্সি-কার ও থ্রি-হুইলার চালক-শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব রাজ্জাকের ওপর হামলা চালায় মাদককারবারি রিয়াজ হাওলাদার ও তার সহযোগীরা। পরে গুরুতর আহত অবস্থায় আহসান হাবীব রাজ্জাককে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রাজ্জাকের ভাই জসীম এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  

এদিকে শ্রমিকদের অভিযোগ, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার না করে ছেড়ে দিয়েছে পুলিশ।

বাংলা‌দেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সে‌প্টেম্বর ২৪, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।