মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পৌর এলাকার রাঙ্গামাটি গ্রামের একটি হলুদ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে রাঙ্গামাটি গ্রামের বাঁশঝাড় সংলগ্ন একটি হলুদের ক্ষেতে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত ও মরদেহ ময়না-তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। যুবকটির পরনে জিন্সের নীল প্যান্ট ও গায়ে হলুদ টি-শার্টের ওপর সাদা শার্ট পরা ছিল।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
আরএ