ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকচাপায় শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
বগুড়ায় ট্রাকচাপায় শ্রমিকের মৃত্যু

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকচাপায় আব্দুর রহিম (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুরইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রহিম কাহালু উপজেলার বিঞ্চুপুর দফতরীপাড়ার মৃত আছির উদ্দিনের ছেলে।

তিনি স্থানীয় একটি রাইচ মিলে কাজ করতেন।

স্থানীয়রা জানায়, রহিম কাহালু উপজেলার একটি রাইচ মিলে কাজ করতেন। সকালে কাজ শেষে তিনি বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মুরইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লতিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকালে উপজেলার মুরইল বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক সাইকেলআরোহী রহিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়েছেন।  

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি লতিফুল।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
কেইউএ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।