ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে ওয়ার্কিং কমিটিতে থাকবে চীন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
রোহিঙ্গা প্রত্যাবাসনে ওয়ার্কিং কমিটিতে থাকবে চীন রোহিঙ্গা শরণার্থী/ফাইল ফটো

ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে ত্রিদেশীয় যৌথ ওয়ার্কিং কমিটিতে যুক্ত হচ্ছে চীন। এছাড়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে চীনের পক্ষ থেকে তাগিদও দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে ত্রিপক্ষীয় বৈঠকে এ তাগিদ দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই ও মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উ কিয়াও তিন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় ত্রিদেশীয় যৌথ ওয়ার্কিং কমিটিতে যুক্ত হচ্ছে চীন। তবে এই প্রস্তাবে মিয়ানমার প্রথমে আপত্তি করলেও পরে মেনে নিয়েছে।  

রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ ও মিয়ানমারের যৌথ ওয়ার্কিং  কমিটি কাজ করছে। তবে এই কমিটিতে এবার চীন যুক্ত হচ্ছে। নিউইয়র্কে চীনের মধ্যস্থতায় এই ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।