মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে ত্রিপক্ষীয় বৈঠকে এ তাগিদ দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় ত্রিদেশীয় যৌথ ওয়ার্কিং কমিটিতে যুক্ত হচ্ছে চীন। তবে এই প্রস্তাবে মিয়ানমার প্রথমে আপত্তি করলেও পরে মেনে নিয়েছে।
রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ ও মিয়ানমারের যৌথ ওয়ার্কিং কমিটি কাজ করছে। তবে এই কমিটিতে এবার চীন যুক্ত হচ্ছে। নিউইয়র্কে চীনের মধ্যস্থতায় এই ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
টিআর/এএ