মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডের নির্মল সেন মিলনায়তনে বিভিন্ন নাগরিক সংগঠনের অংশগ্রহণে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক।
মহিউদ্দীন আহমেদ বলেন, দুর্নীতি, মাদক, ক্যাসিনোসহ বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে বর্তমানে চালানো শুদ্ধি অভিযানে নাগরিকদের সমর্থন রয়েছে শতভাগ।
'এর ফলে প্রধানমন্ত্রীর প্রতি নাগরিকদের শ্রদ্ধাবোধ যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি বেড়েছে প্রত্যাশাও। নাগরিক সমাজ মনে করে শুদ্ধি অভিযান অব্যাহত থাকুক দেশের ৬৪টি জেলায়। '
এসব অভিযানের ফলে আইনশৃঙ্খলা বাহিনী সম্পর্কে জনমনে যে নেতিবাচক ধারণা ছিল, তা ঘুচে যাবে বলেও মন্তব্য করেন মহিউদ্দীন আহমেদ।
সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদেক হোসেন স্বপনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ন্যাশনাল কংগ্রেস অব বাংলাদেশের চেয়ারম্যান ছাবের আহমেদ কাজী ছাব্বীর, ডিপিবি’র মহাসচিব কাজী আমানুল্লাহ মাহফুজ, ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহার প্রমুখ।
মোসাদেক হোসেন স্বপন তার বক্তব্যে বলেন, অনেক পূর্বেই জুয়া ও মাদকের বিরুদ্ধে এ অভিযান পরিচালনার দরকার ছিল। বর্তমান অভিযান চলমান না রাখলে শুকনো গাঙের মতো এ অভিযানের সুফল শুকিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
অন্য নাগরিক সমাজের নেতারাও বর্তমান অভিযানের ব্যাপারে নিজেদের সংহতি প্রকাশ করেন। এতে বিপুল জনসাধারণেরও সমর্থন রয়েছে বলে জানান তারা।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘন্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
আরকেআর/এইচজে