মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের আফজাল সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটক দু’জন হলেন- সাইফুল ইসলাম ও টিপু সুলতান। তারা দু’জনই চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, মাদকবিক্রেতা সাইফুল ও টিপু ইয়াবা সরবরাহ করতে সিএনজিচালিত অটোরিকশাযোগে চাটখিল উপজেলার খিলপাড়া বাজার থেকে চন্দ্রগঞ্জে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বাংলানিউজকে বলেন, আটক সাইফুল ও টিপু লক্ষ্মীপুর ও চাটখিল এলাকার চিহ্নিত মাদকবিক্রেতা। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এসআর/আরআইএস/