ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদগঞ্জে পিকআপ ভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
ফরিদগঞ্জে পিকআপ ভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবু তাহের মাস্টার (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

একই ঘটনায় নিহত বৃদ্ধের ছেলে রায়হান মিয়াজী (৩২) ও তার স্ত্রী ইভা রহমান সুলতানা (২২) এবং জাকির হোসেন (৪৫) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর-রায়পুর সড়কের ধানুয়া বাজার স’মিলের উত্তরপাশে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ও আহতদের বাড়ি লক্ষ্মীপুর জেলা সদরের চররুহিতা এলাকায়।  আহত জাকির হোসেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। দুর্ঘটনার স্থান থেকে অটোরিকশা ও পিকআপভ্যান থানায় নিয়ে যাওয়া হয়েছে।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বাংলানিউজকে বলেন, বিকেলে সিএনজিচালিত অটোরিকশাটি লক্ষ্মীপুর থেকে চাঁদপুর লঞ্চঘাটে আসার উদ্দেশ্যে ঘটনাস্থলে এলে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহের মাস্টারকে মৃত ঘোষণা করেন।  

গুরুতর আহত রায়হান মিয়াজীকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। ইভা রহমান হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।