মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রায়মঙ্গল নদী সংলগ্ন মানিকচোরা খালে কাঁকড়া ধরার সময় দুই জেলে এবং রোববার আঠারবেকি খাল থেকে এক জেলেকে অপহরণ করা হয়।
অপহৃত জেলেরা হলেন- গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের আব্দুর রউফ গাজীর ছেলে আবুজার (১৮), আটুলিয়া ইউনিয়নের কুপট গ্রামের ইউনুচ গাজীর ছেলে মজিদ গাজী (২৫) ও তার ভাই কওছার গাজী (২৮)।
অপহৃত দুই ভাইয়ের বরাত দিয়ে ফিরে আসা জেলে ধুমঘাট গ্রামের আমজাদ হোসেন জানান, এক সপ্তাহ আগে কদমতলা স্টেশন থেকে অনুমতি নিয়ে মানিকচোরা খালে মাছ ধরার সময় অতর্কিত হামলা করে জেলেদের জিম্মি করে জিয়া বাহিনী।
এছাড়া অপহৃত আবুজারের চাচাতো ভাই আব্দুস সালাম জানান, রোববার দুপুরের পরে তার ভাইকে অপহরণ করে বনদস্যুরা।
এ ব্যাপারে কদমতলা স্টেশন কর্মকর্তা (এসও) নূর আলম বাংলানিউজকে বলেন, জেলে অপহরণের বিষয়ে কেউ অভিযোগ করেনি।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এসএইচ